শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাতক্ষীরা-৩ : বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইনজীবী বরুণ বিশ্বাস

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে তৃণমুল থেকে দলের শীর্ষস্থান পর্যন্ত বিএনপি’র প্রার্থী নির্ধারণ নিয়ে দলীয়ভাবে কার্যক্রম চলছে। বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত সাতক্ষীরা-৩ আসনের তথা আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ। সংসদ নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রার্থী সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি, আশাশুনির কৃতি সন্তান মেধাবী আইনজীবি বরুন কুমার বিশ্বাস। গ্রামের বাড়ি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়। বাবা তারাপদ বিশ্বাস ছিলেন, একজন সফল মাছ ব্যবসায়ী। বিদেশে মাছ রপ্তানিতে তার ছিলো অনেক সুনাম। তিন ভাইয়ের মধ্যে বরুন বিশ্বাস বড়। ছোট ভাই দিপংকর বিশ্বাস জেলা ছাত্রদলের সদস্য। মেজ ভাই তাপস কুমার বিশ্বাস একজন ব্যবসায়ী। বরুন বিশ্বাস ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী বিএনপি’র সাথে জড়িত। সাতক্ষীরার সাবেক বস্ত্র মন্ত্রী মরহুম এম মুনছুর আলীর সময়ে জেলা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সময়ে সহ-সভাপতি ছিলেন। বর্তমান সভাপতি রহমাতুল্লাহ পলাশের কমিটিতে তিনি সহ-সভাপতি পদে রয়েছেন। তিনি আইনের একাধিক বইও লিখেছেন। তার মধ্যে সাইবার অপরাধ সংশ্লিষ্ট আইন, দূর্ণীতি দমন কমিশন আইন, বাংলাদেশ হিন্দু আইন উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার বরুন বিশ্বাস জানান, আশাশুনি তথা সাতক্ষীরা-৩ আসনের মানুষের পাশে থেকে আগামী প্রজন্মকে যেন সুন্দর একটা দেশ ও সমাজ উপহার দিতে পারি। তার জন্য সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন