শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাকুন্দিয়ায় কন্যাশিশু দিবসের র‌্যালি

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও নারী উদ্যোগ কেন্দ্র এর যৌথ উদ্যোগে পরিষদ চত্ত¦র হইতে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। ইউএনও অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমান, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) নাসরিন সুলতানা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি এম.এ রশিদ ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জুই, তানজিনা। আলোচনা সভা শেষে বাল্য বিবাহ না করতে উপস্থিত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন