রাজধানীর ডেমরায় একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, বিকেল ৫টা ৪৩ মিনিটের দিকে হঠাৎ করেই ডেমরার ওই ফোম কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা দেয়। কিন্তু ততক্ষণে আগুন নিভে গেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন