শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সীতাকুÐে অগ্নিদগ্ধ ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৮:২৫ পিএম, ১৩ অক্টোবর, ২০১৭

সীতাকুÐ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুÐে জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস চুল্লির বিস্ফোরণে এনিয়ে অগ্নিদগ্ধ চিকিৎসাধীন অবস্থায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এঘটনায় আহত ১১ শ্রমিকের মধ্যে তিন শ্রমিক চট্টগ্রাম মেডিল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে তারা নিজ গন্তব্যে ফিরে গেলেও আরো ৯ শ্রমিক অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিল।এদের মধ্যে ঘটনার দিন মঙ্গলবার ভোরে থেকে কারখানায় ফার্নেস চুল্লির বিস্ফোরণে ঘটনায় আহত অগ্নিদগ্ধ এপর্যন্ত তিন শ্রমিকের মৃত্যু ঘটে। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয় সীতাকুÐ উপজেলার কুমিরা মছজিদ্দা গ্রামের বাসিন্দা মোঃ বাদশা মিয়ার পুত্র মোঃ সোলেমান (৩৩)এর। এবিষয়ে জিপিএইচ ইস্পাত কারখানার মালিক আলমাস শিমুল সাংবাদিকদের বলেন, কারখানায় আহত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন