শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন বসুন্ধরা আই হসপিটাল ও রিচার্স ইনস্টিটিউটের চিকিৎসকরা। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে আয়োজিত ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা’ ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।
বসুন্ধরা গ্রæপ ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত বসুন্ধরা আই হসপিটাল ও রিচার্স ইনস্টিটিউট, প্রফেসর মাহবুব আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান রেজাউর রহমান ভ‚ঁইয়া-আরশেদা খাতুন মেডিক্যাল সেন্টার ও ক্লিনিকের যৌথ উদ্যোগে এ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। রেজাউর রহমান ভ‚ঁইয়া-আরশেদা খাতুন মেডিক্যাল সেন্টার ও ক্লিনিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীরা বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ নেন। এ সময় অপারেশনের জন্য বাছাই করা রোগীকে ঢাকায় নিয়ে বিনামূল্যে সেবা দেয়া হবে বলে জানানো হয়। চিকিৎসা সেবা দেন বসুন্ধরা আই হসপিটাল ও রিচার্স ইনস্টিটিউটের পরিচালক (অবৈতনিক) প্রফেসর ডা. মো. সালেহ আহমেদ, প্রফেসর মো. শরীফ আহমদ, ডা. এম এ খালেক। এ সময় প্রফেসর মাহবুব আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর মাহবুব আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন