শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপিকেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মো: সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ, অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাখাওয়াৎ হোসেন সেলিম, নাহীন আহমেদ মমতাজী, মো: আনোয়ারুল ইসলাম, সৈয়দ আক্তারুজ্জামান, মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, সিটি কাউন্সিলর শিরিন চাকলাদার, দীপা চৌধুরী, সেলিম রানা, আযাদ মন্ডল, আহাদ ভাওয়ালী, আসাদুজ্জামান সোহেল, জাহাঙ্গীর হাজারী প্রমুখ।
অপর দিকে ছাত্রদল নেতা ইমরান রেজার নেতৃত্বে শহরের রাজবাড়ী সড়কে একই দাবীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বাহির করা হয়। মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এ্যাড.তৌহিদুল ইসলাম রনি, মহিবুর রশিদ মারুফ, শাওনদেওয়ান, আজহারুল ইসলাম পাপুল, ফয়সাল আহাম্মেদ ও মতিউর রহমান সানি প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন