শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাগরদাঁড়িতে মধুমেলার আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আধুনিক বাংলা সাহিত্যের অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজনকে ঘিরে এলাকার মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ২৫ জানুয়ারি হলেও এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষার কারণে মধুমেলা ৩ দিন এগিয়ে আজ উদ্বোধন করা হবে। মহাকবির ভাবমূর্তি বিনষ্ট না হয়ে মেলার সকল আয়োজন অশ্লীলমুক্ত হওয়ার পাশাপাশি এখানে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক এ দাবি মধুভক্তদের। সূত্রে, এবারের মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। মধুমঞ্চে ৭ দিনই মহাকবির জীবনীর ওপর বিষয়ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলার উন্মুক্ত মঞ্চে জাতীয় ও স্থানীয় বরেণ্য গুণীজনরা অংশ নিয়ে মধুকবির সৃষ্টির উপর স্মৃতিচারণ করবেন। আগতদের মাঝে মেলা আকর্ষণীয় করে তুলতে  মেলার মাঠে  কৃষি মেলার প্রদর্শনী, যাত্রা, সার্কাস, যাদু ও পুতুল নাচ ভ্যারাইটি শো’র  ব্যবস্থা থাকবে বলে সূত্রে জানা গেছে। কোন কোন বারের মতো চলা যাত্রা, পুতুল নাচ, যাদু, ভ্যারাইটি শো’ প্রদর্শনীর নামে  উঠতি বয়সি প্রজন্ম যেন অন্ধকারে নিমর্জিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুদৃষ্টি রাখার দাবি জানিয়েছেন মধুভক্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  ও সচেতন মহল। এদিকে সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ইতিমধ্যে কেশবপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব কবি খসরুপারভেজ, নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা শাখার সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, স্বপন ম-ল প্রমুখ। এ সভায় সিদ্ধান্ত গৃহীত হয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সভা, সমাবেশ, মানববন্ধনসহ আসন্ন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত মধুমেলায় প্রতিদিনের প্রধান অতিথির নিকট স্মারকলিপি প্রদানের জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন