শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিবন্ধ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরদী স্টেশন

পাবনা জেলার ঈশ্বরদী স্টেশন ও নাটোর জেলার আজিমনগর স্টেশনের মধ্যকার গুরুত্বপূর্ণ ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। এ স্টেশনের মাধ্যমে সরকারের প্রতি বছর অনেক রাজস্ব আয় হলেও ট্রেনের যাত্রীসেবার মান বাড়েনি। বর্তমানে জোড়াতালি দিয়ে চলছে রেলের কার্যক্রম। পাবনা, নাটোর, কুষ্টিয়া, লালপুর, ভেড়ামারা, ঈশ্বরদীসহ বিভিন্ন অঞ্চলের মানুষ ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন হয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে। স্টেশনে পর্যাপ্ত যাত্রী ছাউনি, বিশ্রামাগার, টয়লেট ও নিরাপত্তার অভাবে প্রতিদিন শত শত ট্রেনযাত্রী মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। পর্যাপ্ত যাত্রী ছাউনি না থাকায় বর্ষাকালে যাত্রীদের বৃষ্টির পানিতে ভিজে ট্রেনে উঠতে হয়। জনবল সংকটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলের স্টাফদের হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন প্রায় এক হাজার ট্রেনযাত্রী এ স্টেশনের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকে। ট্রেনের টিকিট বিক্রি করে এই স্টেশনের মাধ্যমে সরকারের প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় হয়। বর্তমানে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাত্রীসংখ্যাও অনেক বেড়েছে। স্টেশনে উন্নয়নের ছোঁয়া না থাকায় সমস্যায় জর্জরিত এ স্টেশনের কারণে যাত্রীদের নানাবিধ সমস্যা লাঘবে আধুনিকায়নের জোর দাবি ভুক্তভোগী মানুষের। স্টেশনটিকে যত দ্রæত সম্ভব ঈশ্বরদী বাইপাস স্টেশনের প্রযুক্তি ও অবকাঠামোগত আধুনিকায়ন এবং সংকট নিরসনের লক্ষ্যে তারা রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।
এসএম সাইদুর রহমান উলু
বিমানবন্দর সড়ক, ঈশ্বরদী, পাবনা

ব্যাংকার্স সিলেকশন কমিটি নজর দিন
বাংলাদেশ ব্যাংকের অধীনে স্বায়ত্তশাসিত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য রয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগদানে এ কমিটি কাজ করে থাকে। এর অধীন ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের কার্যক্রম চলমান। এসব স্বায়ত্তশাসিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে আবেদন করতে হয়। সেখানে মোবাইল নম্বরসহ অনেক তথ্য থাকে প্রার্থীর। অনেক সময় বাংলাদেশ ব্যাংক হঠাৎ নিজস্ব ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড উত্তোলনের নির্দেশ দেয়; কিন্তু সেটা প্রার্থীদের খুদেবার্তার মাধ্যমে জানানো হয় না।
ফলে অনেক প্রার্থী অ্যাডমিট কার্ড তুলতে পারেন না। এর আগে রূপালী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংকসহ অনেক পরীক্ষার অ্যাডমিট কার্ড উত্তোলনের সময় পার হয়ে গেলেও না জানার কারণে তা তুলতে পারেননি অনেক প্রার্থী। আবার পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু ছাড়াই এসব অ্যাডমিট কার্ড প্রকাশ করা হচ্ছে। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রার্থীদের।
ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে আবেদন, প্রার্থীদের খুদেবার্তার মাধ্যমে অ্যাডমিট কার্ড উত্তোলনের বিষয়টি অবহিত করা হোক, যাতে কেউ পরীক্ষায় বাদ না পড়েন।
মো. আবু তাহের মিয়া,
কারমাইকেল কলেজ, রংপুর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন