শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মহিউদ্দিন চৌধুরীর অবস্থার কিছুটা উন্নতি, বিদেশে নেয়ার প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার প্রস্তুতিও চলছে বলে জানান পরিবারের সদস্যরা। তার হৃদরোগ, কিডনি জটিলতা এবং ফুসফুসে পানি জমেছে জানিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাকে যেকোন সময় ব্যাংকক, ভারতের চেন্নাই অথবা সিঙ্গাপুর নেয়া হতে পারে। তিনটি দেশেরই তার ভিসা রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চশমা হিলের বাসা থেকে তাকে মেহেদীবাগের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রোববার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার স্কয়ারে নেয়া হয়। রোববার রাতেই তাকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বর্ষীয়ান এই রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে। এদিকে মহিউদ্দিন চৌধুরীর আশু আরোগ্য কামনা করে চট্টগ্রামে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল
মহিউদ্দিন চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় গতকাল বাদ আসর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল মোসাফির খানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব জালাল উদ্দিন আজহারীর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, এম এ রশিদ, হাজী সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, প্রমুখ। এসময় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা সুচিকিৎসা শেষে সুস্থ হয়ে জনগণের মাঝে অবশ্যই ফিরে আসবেন। তিনি প্রতিটি থানা ও ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ মাহফিলের ঘোষণা দেন। এছাড়া মন্দির গীর্জা ও প্যাগোডায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন