শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিবন্ধ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিপিএলে অবহেলিত দেশের অনেক ক্রিকেটার
বছর ঘুরে আবারো শুরু হচ্ছে দেশের একমাত্র টি-টুয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলগ্ধ। এ টুর্নামেন্টটা শুরুর পর থেকে এখন পর্যন্ত নানা বির্তক আর সমালোচনায় প্রশ্নবিদ্ধ হয়ে আছে। পঞ্চম আসর শুরুর আগেও সমালোচনা ডালপালা মেলেছে বিপিএল গভর্নিং কমিটি হতে অনুমোদিত প্রত্যেক দলের একাদশে ৫ বিদেশী ক্রিকেটার খেলানোর সিদ্ধান্তে। তবে কয়েকটি ফ্রাঞ্চাইজি ৫বিদেশী খেলানোর বিপক্ষে অবস্থান নিলেও বিপিএল গর্ভনিং কমিটি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল অবস্থান নেওয়ায় ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই অবাক হয়েছেন। পৃথিবীর কোন ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে যেটা বিরল। অন্যদিকে এবারের আসরে বরিশাল বুলস বাদ পড়ে যাওয়ায় দল সংখ্যা কমে দাঁড়িয়েছে সাতে। ৫ বিদেশী খেলানোর সিদ্ধান্ত অনুমোদনের সময় যেটি আট দলকে মাথায় রেখে করা হয়েছিল। ফলে প্লেয়ার ড্রাফটে মান সম্মত অনেক দেশীয় ক্রিকেটারের দল না পাওয়া নিয়ে আশংকা প্রকাশ করেছিল অনেকেই। শেষ পর্যন্ত আশংকাকে সত্যি প্রমাণ করেছে জুনায়েদ সিদ্দিকী,নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র,জুবায়ের হোসেনদের মতো ক্রিকেটারদের বিপিএলে দল না পাওয়ার ঘটনা। জাতীয় দলের হয়ে এক সময় প্রতিনিধিত্ব করা এসব ক্রিকেটারের পাশাপাশি টি-টুয়েন্টি জন্য কার্যকরী কিছু ক্রিকেটার-নাজমুল হোসেন মিলন,হাসানুজ্জামান,রাসেল আল মামুন,সৈকত আলীদের দল না পাওয়া বিপিএলের কার্যকরিতাকে প্রশ্নবিদ্ধ করেছে পুনরায়। প্রশ্ন আছে বিপিএলের প্লেয়ার ড্রাফট পদ্ধতি নিয়েও। অভিযোগ আছ, ফ্রাঞ্চাইজি মালিকদের স্বজনপ্রীতি আর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে অনেক সময় অচেনা আর আনকোরা অনেক ক্রিকেটার প্লেয়ার ড্রাফটে দল পেয়ে গেলেও প্রতিষ্ঠিত অনেক ক্রিকেটারের কপালে জোটে না দল। আবার বিপিএল কমিটির দেয়া সিদ্ধান্ত প্রত্যেক দলের একাদশে ৫ বিদেশী ক্রিকেটার খেলানোর পিছনেও কোন বিশেষ ফ্রাঞ্চাইজিকে সুবিধা দেওয়ার ব্যাপারেও আছে জোর গুঞ্জন।সব মিলিয়ে বিদেশীদের মহোৎসবের মাঝে দেশের ক্রিকেটাররা এবারের বিপিএলে নিজেদের কতোটা মেলে ধরার সুযোগ পাবেন সেই প্রশ্ন থেকেই যায়।তবে আশার কথা হচ্ছে প্লেয়ার ড্রাফটে প্রতিটি দলের জন্য ১৩ জন দেশীয় প্লেয়ার কেনার সুযোগ থাকলেও প্রায় সব দলই ১১জন করে নিয়েছে। ফলে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজির জন্য প্লেয়ার ড্রাফটের বাইরে থেকেও ২জন করে দেশীয় প্লেয়ার কেনার সুযোগ থাকছে।এ অবস্থায় দল না পাওয়া টি-টুয়েন্টি উপযোগী দেশীয় প্লেয়াররা শেষ মুহূর্তে নিজেদের দল খুঁজে পাবেন সেই আশাবাদ থাকলো।
রাফি রেদোয়ান, মালিবাগ, ঢাকা।

মনে রাখুন এটা বাড়ি নয় গাড়ি
গাড়ীতে সমাজের সব ধরনের লোকজনই যাতায়াত করেন। বাঁধা নেই কারো জন্যই। কিন্তু গাড়ীতে এমন কোন কাজ করবেন না, যেটা গাড়ীতে কেন, আপন বাড়িতেও শোভা পায় না। যেসব কাজ গাড়ীর ছিটের ছোট পর্দায় ঢাকা পড়ে না। শয্যায় হলেই ঢের মানায় ওসব। সুন্দর চেহারা, দামী পোশাকে মানুষের পরিচয় ফুটে ওঠে না। ব্যবহারেই বংশের পরিচয়। আজকাল আমার মনে হয় অবৈধ, অশ্লীল কাজ করার জন্যই কিছু মানুষ নিরাপদ জায়গা হিসাবে গাড়ী বেছে নেয়। আর একজন ভদ্রলোক হিসাবে এসব দেখেও নীবর থাকাই শ্রেয় মনে করি আমরা। এটা কী এক প্রকার নির্যাতন নয়? অবশ্যই। যদিও এতে আমাদের মত দেখকদের কিছুই করার থাকেনা। এর অপর পৃষ্ঠা-ই একদিন রূপ নেয় ধর্ষণ আর নির্যাতনের গরম শিরোনামে। কিন্তু ভাবুন, এসবের জন্য কি লজ্জ্বাহীন নারীরা-ই দায়ী নয়? কোনদিন দেখা যাবে এই নারীই পত্রিকার হেড লাইন হয়েছে। কথাগুলো তেতো হলেও এটাই যে সত্য। সুতরাং সকলে সতর্ক হোন আর মনে রাখবেন, এটা বাড়ি নয় গাড়ী।
সিয়াম বিন আহমাদ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন