৪টি হোন্ডা ২টি মাইক্রোবাস ভাংচুর
পাবনায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের হামলায় বিএনপির ১০ কর্মী আহত হয়েছেন বলে বিএনপি’র পক্ষ ধেতে দাবি করা হয়েছে।
এ সময় ৪টি হোন্ডা ও ২টি মাইক্রোবাস ভাংচুর করা হয়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সুজানগর থানার ওসি ওবায়দুল হক জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুজানগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম মন্ডল পুরান ভারাঙ্গা বাজারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বাড়ি ফেরার পথে সাগরকান্দী বাজারে একদল দুবৃর্ত্ত হামলা করে। এ সময় ৪টি হোন্ডা ও ২টি মাইক্রোবাস ভাংচুর করা হয়। এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুজন, আফসার, রবিউল, আলামিন, আরিফকে পাবনা জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন