শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আওয়ামী লীগের সম্মেলনস্থলের প্রবেশমুখে দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ৯:৩৭ এএম | আপডেট : ১২:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের প্রবেশমুখে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। নেতাকর্মীদের উপস্থিতি প্রবেশমুখগুলোতে বাড়িয়েছে ব্যস্ততা ও চাপ।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাতটার আগে থেকেই এই ব্যস্ততা তৈরি হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখগুলোতে।

এর মধ্যে দোয়েল চত্বর রমনা কালী মন্দির, টিএসসি গেট দিয়ে প্রবেশ করছেন বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলর-ডেলিগেটরা।

টিএসসি গেটে সকাল থেকে নেতাকর্মীদের চাপ দেখা গেছে। প্রবেশমুখে শৃঙ্খলা রাখতে লাইন তৈরি করা হয়েছে। একেকটি লাইনে অবস্থান করছেন শ-দেড়শো কাউন্সিলর-ডেলিগেট।

এক্ষেত্রে সুবিধা পাচ্ছেন নারী নেত্রীরা। তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। তাদের জন্য রাখা হয়েছে আলাদা গেট।

এদিকে রমনা শিশুপার্ক গেট দিয়ে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা। সকাল থেকে সেখানেও অতিথিদের চাপ দেখা গেছে।

আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন।

সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন দলের সকল কেন্দ্রীয় নেতারাই সম্মেলনে অংশ নিয়েছেন। সারাদেশ থেকে এসেছেন কাউন্সিলর-ডেলিগেটরা।

সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশের এলাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Riyad Ali Khan ২৪ ডিসেম্বর, ২০২২, ১০:৩৭ এএম says : 0
সব তো নিজের দলের লোক, সাধারণ মানুষ কোথায়।
Total Reply(0)
aman ২৪ ডিসেম্বর, ২০২২, ১০:৩০ এএম says : 1
সম্মেলন সফল হোক
Total Reply(0)
Tutul ২৪ ডিসেম্বর, ২০২২, ১০:৩০ এএম says : 1
সম্মেলনের সফলতা কামনা করছি
Total Reply(0)
Sahadat ২৪ ডিসেম্বর, ২০২২, ৩:০৩ পিএম says : 0
সামনে আবার কী পরিকল্পনা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন