শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতার ছেলেসহ নিহত ২

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১১:৫৬ এএম

মাদারীপুরের শিবচর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী কাঞ্চন মৃধা (৩০) ও রুবেল মোড়ল (২৮)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাঞ্চন মৃধা শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল খালেক মৃধার ছেলে এবং রুবেল মোড়ল কাদিরপুর ইউনিয়নের মোজ্জাফরপুর গ্রামের বাসিন্দা।
আহত বিপ্লব মাদবর (২৯) কাদিরপুর ইউনিয়নের শফি হাওলাদারের কান্দি গ্রামের বাসিন্দা। তাঁকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মানিকপুর মোড়ে একটি মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী দুই বন্ধু কাঞ্চন মৃধা ও রুবেল মোড়ল ঘটনাস্থলেই নিহত হন।
অপর বন্ধু বিপ্লব মাদবর গুরুতর আহত হন। বিপ্লবকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, বিপ্লবের অবস্থাও আশঙ্কাজনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন