শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইনকিলাব সম্পাদকের সাথে মেয়র আরিফের সৌজন্য সাক্ষাত

সিলেট অফিস | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ৫:৫৪ পিএম

সিলেট সফররত বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। পারস্পরিক কুশল বিনিময়কালে মেয়র আরিফ নগরীর উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকাণ্ড তোলে ধরে নগরবাসীর কল্যাণে তার স্বপ্নের নানামুখী দিক উল্লেখ করে বলেন, সত্যিকারের নাগরিক উপযোগী এক নগর প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। দেশের ও বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন ঘুরতে আসে এ শহরে। পর্যটন সহ ধর্মীয় আধ্যাত্মিকতায় সমৃদ্ধ এ নগর সেই মানে গড়ে না উঠলে, আশাহত হবে সকল মানুষ। তথ্যপ্রযুক্তির এ যুগে মানুষ দুনিয়ার সুবিধাসম্পন্ন নগরগুলোর জীবনচিত্র সম্পর্কে অবগত হয়ে উঠছে, কিন্তু তাদের শহর যদি সে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তাহলে তা  দুর্ভাগ্যজনক। তিনি বলেন, লক্ষ্যপূরণে যথাযথ মহলের সহযোগিতা খুবই দরকার। ইনকিলাব সম্পাদক, আরিফুল হক চৌধুরীকে তার কর্ম পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখায় প্রশংসা করে বলেন, কাজের মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে। এ বেচে থাকাটায় প্রকৃত সার্থকতা। একজন সেবক প্রকৃত অর্থে সেবক হয়ে উঠে নাগরিক বান্ধব কাজের মাধ্যমে। তিনি আশা প্রকাশ করে বলেন, মেয়র আরিফ তার কাজের মধ্যে দিয়ে নিজকে স্মরণীয় রাখতে পারবেন।আজ দুপুরে প্রায় অর্ধ ঘন্টাব্যাপী এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি ও আরবি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য মওলানা হুছামুদ্দীন চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন