নারায়ণগঞ্জের রূপগঞ্জের কবি ও সাংবাদিক মাহবুব আলম-এর ৫ম প্রকাশিত কবিতার বই “ছড়ায় সংবাদে প্রিয়‘র ছোঁয়া” বইটি উপহার হিসেবে গ্রহণ করেছেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন। ৩ আগষ্ট সোমবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১০ নং সেক্টর এলাকার হাড়ারবাড়ি উত্তরপাড়া জামে জামে মসজিদ ও কবরস্থান উন্নয়নে ইনকিলাব গ্রুপের অংশগ্রহণমূলক পরিদর্শনকালে এ উপহার প্রদান করেন বইটির লেখক ।
এ সময় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদকের পক্ষ থেকে লেখকের দেয়া বই গ্রহণ করেন ইনকিলাব গ্রুপের জেনারেল ম্যানেজার মোঃ রবিউজ্জামান। এছাড়াও বই উপহার গ্রহণ করেন ইনকিলাব গ্রুপের ট্রাস্টি কর্মকর্তা মোঃ আল আমিন, রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা খলিল সিকদার, রূপগঞ্জ থানার উপ পরিদর্শক ও পূর্বাচল ইনচার্জ ৯এসআই) ফরিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, হাবিজুল ইসলাম, রিপন মিয়া, শরীফ মিয়া প্রমূখ।
এ সময় ইনকিলাব পত্রিকার জেনারেল ম্যানেজার মোঃ রবিউজ্জমান বলেন, দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা দেশের মসজিদ মাদরাসা তৈরী ও উন্নয়নে ভূমিকা রেখেছিলেন।বর্তমানে ইনকিলাব সম্পাদক এমএম বাহাউদ্দিন নিজেও তাঁর অবস্থান থেকে বিভিন্ন মসজিদ মাদরাসা ও সামাজিক কবরস্থান প্রতিষ্ঠায় অংশ নিচ্ছেন। তিনি আরো বলেন, পূর্বাচলের হারারবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ, সামাজিক কবরস্থান রক্ষা ও নির্মাণে সমাজবাসির সঙ্গে সর্বাত্মক সহযোগীতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব সম্পাদক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন