সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিবন্ধ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুর্নীতিমুক্ত ও ন্যায় পরায়ণ ব্যক্তিই হোক দেশের জনসেবক
গণতান্ত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ। গণতান্ত্রিক দেশে নির্বাচন অত্যাবশ্যক। আসছে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় এই নির্বাচনকে ঘিরে চলছে আগাম প্রচার প্রচারণা। ইতিমধ্যেই অনেক ঘুষখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষণকারী এই প্রচারনায় অংশ হিসাবে দেয়াল রাইটিং, পোস্টারিং করে নিজ নিজ এলাকায় শোডাউন করছে। নির্বাচনকে ঘিরে জনগনের সামনে ভালো সাজার কাজ শুরু করেছে অনেকে। অথচ নির্বাচনের পরে জনগনের কথা আর তাদের মনে থাকে না। ভূলে যায় দেশের মূল এই শক্তিকে। নির্বাচনের আগে জনগনের দোড় গোড়া পর্যন্ত পৌঁছে যায় নেতা নেত্রীরা। নির্বাচন হয়ে গেলে নেতার দেখা করতে কয়েকজন সিকিউরিটির অনুমতি পেরিয়ে দেখা করতে হয়। ঘুষ আর দুর্নীতিতে ভরে যায় তার সব কিছুই। এমন নেতা নয়, আমরা চাই সৎ যোগ্য আর ন্যায় পরায়ন ব্যক্তি। যার শিক্ষাগত যোগ্যতা যেমন থাকবে, তেমনি থাকবে ন্যায় পরায়নতা। ঘুষ যাকে কখনই স্পর্শ করতে পারবে না। এমন নেতা দেশে তৈরী হলে দেশ হবে সোনার বাংলাদেশ। তাই আসুন আমরা দেশে দুর্নীতিমুক্ত ও ন্যায় পরায়ণ জনসেবক নিয়োগ করি।
আজিনুর রহমান লিমন,
ডিমলা, নীলফামারী।

 

সৎ, যোগ্য প্রার্থী
২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নিবার্চন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব দলের চুড়ান্ত প্রার্থী মনোনয়নের কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনের সময় অনেক প্রার্থী প্রচার করে থাকে যে,সৎ, নির্বীক, জনদরদী, গরীবের বন্ধু, মেহনতি মানুষের কন্ঠস্বর, উন্নয়নের উপকার, প্রতিবাদী ইত্যাদি। কিন্তু নির্বাচনের পরে সেগুলো আর বাস্থবায়িত হয় না। অনেক প্রার্থীকে দেখা যায় নির্বাচনে জয়ী হবার পরে বাংলার রাজধানীতে এসে বসবাস শুরু করে দেয়। জনগনের আর তেমন খোঁজখবর নেয় না। বর্তমানে বাংলাদেশে নিবন্ধন রাজনৈতিক দলের সংখ্যা ৩৮। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা তারা তাদের রাজনৈতিক দলের কাছে মনোনয়ন পাবার জন্যে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলের প্রধান কাজ হবে, যোগ্য, সৎ, শিক্ষিত, নর্ম প্রার্থীকে মনোনয়নপ্রদান করা। যারা দুর্নীতি থেকে মুক্ত। তাদেরকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া উচিত। যদি এই গুলো একজন যোগ্য প্রার্থীর মধ্যে থাকে। তাহলে সে বিজয়ী হতে পারবে। জনগণ কোন দলের প্রার্থীকে খুজে না। জনগণ খোজে প্রার্থীটা সৎ, যোগ্য কিনা। যোগ্য প্রার্থীকে জনগণ ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠায়। ভোট প্রদান করে জনগণ আশায় থাকে, তার দ্বারা এলাকায় উন্নয়ন হবে। আর যদি রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে পারে,তাহলে সেই দলেরই বিজয়ী হবার সম্ভবনা অনেকটা বেশি থাকে।
মাহফুজুর রহমান খান
চিনিতোলা,মেলান্দহ, জামালপুর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন