রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বায়তুশ শরফ স্বর্ণপদক পেলেন চার বিশিষ্টজন

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন বিশিষ্ট গুণী ব্যক্তিকে সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হক, ডা. আনোয়ার হোসাইন খান, ও ব্যবসায়ী আবুল বশর আবুকে এবার এ স্বর্ণপদক দেওয়া হলো। বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদের ৪ দিনব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের গতকাল (শুক্রবার) ৩য় দিনে এ চার গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়। বাদে মাগরিব বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, লুৎফুল করিম, মীর আনোয়ার আহমদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ (আহসান সাইয়েদ) ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. সিকান্দর খাঁন, সাবেক জেলা লায়ন গর্ভণর রফিক আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবু ইউছুফ ৩ ডিসেম্বর, ২০১৭, ৮:০৫ এএম says : 0
আমার প্রিয় পত্রিকা ইনকিলাব।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন