সাতক্ষীরা লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙতে যেয়ে ছাদ ধসে চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের জেলখানা গেট সংলগ্ন লেডিস ক্লাবে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে দু’জনের মধ্যে অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার বাকাল দৌলতপুরের শহীদুল ইসলামের ছেলে আক্তার হোসেন, সাতক্ষীরা নিউমার্কেট এলাকার আব্দুর রশিদের ছেলে ইসমাইল হোসেন, কামালনগর গ্রামের রমজান কারিগরের ছেলে ফারুক হোসেন ও ইটাগাছার ইনতাজ আলীর ছেলে ইমরান হোসেন।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইমদাম হোসেন জানান, সাতক্ষীরা লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙার টেন্ডার পায় ঠিকাদার নারায়ণ শিকদার। তিনি শ্রমিক নিয়ে শুক্রবার সকাল থেকে ওই ভবন ভাঙা শুরু করেন। এক পর্যায়ে ভবনের দেওয়াল ভাঙা শুরু করলে হঠাৎ ছাদ ধসে পড়ে চার শ্রমিক আহত হন।
তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের মধ্যে অবস্থা আশংকাজনক। এদের মধ্যে আক্তার হোসেনের কোমর ও পা ভেঙে গেছে। এছাড়া ইসমাইলের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন