শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

অভিযোগ থাকা সত্তে¡ও ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে চেষ্টা করুন

পাকিস্তানি আইনপ্রণেতাদের প্রতি সেনাপ্রধান জেনারেল বাজওয়া

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চিরবৈরী ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্তে¡ও দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নে চেষ্টা করার জন্য পাকিস্তানি আইনপ্রণেতাদের প্রতি আহŸান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। নিশ্চয়তা দিয়ে তিনি বলেছেন, এক্ষেত্রে সরকারের যেকোনো পদক্ষেপকে সমর্থন করবে সেনাবাহিনী। ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কোন্নয়নে আমেরিকার দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল হিসেবে পাকিস্তানি সেনাপ্রধান এই আহŸান জানিয়েছেন বলে মনে করা হচ্ছে। সিনেটরদের উদ্ধৃত করে ডন নিউজে বলা হয়েছে, সেনাপ্রধান বাজওয়া আইনপ্রণেতাদের উদ্দেশে বলেছেন, তিনি সব প্রতিবেশী দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চান এবং ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করতে তাদের প্রতি আহŸান জানান। খবরে বলা হয়, পাকিস্তানে সিনেটের পূর্ণ অধিবেশনে একটি কমিটির বৈঠকে বক্তব্য দেয়ার সময় সেনাপ্রধান বাজওয়া বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যেকোনো রাজনৈতিক উদ্যোগকে সমর্থন দিতে প্রস্তুত সেনাবাহিনী। সিনেট চেয়ারম্যান রাজা রাব্বানির আহŸানে বৈঠকে যোগ দেন তিনি। তার সঙ্গে ওই বৈঠকে যোগ দেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা শাখা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান নাভিদ মুখতার এবং সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল শাহির শামশাদ মির্জা ও মেজর জেনারেল অসিম মুনির। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অধিবেশন চলে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক জিইয়ে রাখা ও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ার বিরোধিতা করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করা হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে সেনাপ্রধান বাজওয়ার এই আহŸান খুবই তাৎপর্যপূর্ণ। সরাসরি সম্পর্ক স্বাভাবিক করার আহŸান জানালেও ভারতের বিরুদ্ধে পাকিস্তানি সেনাপ্রধানের অভিযোগও কম নয়। পাকিস্তানের অভ্যন্তরে অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার জন্য ভারতের দিকে আঙুল তুলেছেন তিনি। এ ছাড়া তিনি আরো অভিযোগ করেন, ভারতের সেনাবাহিনীর একটি বিশাল অংশ শুধু পাকিস্তানের বিরুদ্ধেই মোতায়েন করে রাখা হয়েছে। ডন নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন