ইনকিলাব ডেস্ক : পাকিস্তান তার নতুন আজমত-ক্লাস টহল নৌযান পিএনএস হিম্মত থেকে দেশে তৈরি ক্রুজ মিসাইলের নৌ-সংস্করণ-এর পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের নৌবাহিনী প্রধান এডমিরাল জাফর মাহমুদ আব্বাসি’র কথায় এই ‘হারবাহ’ নেভাল ক্রুজ মিসাইল উত্তর আরব সাগরে পরীক্ষা করা হয়। মিসাইলটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে বলে নৌবাহিনীর সূত্র থেকে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেনি। ক্ষেপণাস্ত্রটি হিম্মত থেকে কতদূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় সে বিষয়েও কিছু বলা হয়নি। পাকিস্তানে নৌবাহিনীর পেরি-ক্লাস ফ্রিগেট পিএনএস আলমগীর-এ অবস্থান করে এডমিরাল জাফর ও অন্য সিনিয়র নৌ কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা প্রত্যক্ষ করেন। পাকিস্তান নৌবাহিনীর তৃতীয় আজমত-ক্লাস জাহাজ হিম্মত। গত বছর জুলাইয়ে এই জাহাজের কমিশন হয়। চীনা নৌবাহিনীর হুজিয়ান-ক্লাস মিসাইল বোট-এর ডিজাইন অনুসরণ করে ৬৩ মিটার দীর্ঘ হিম্মত নির্মাণ করা হয়। হিম্মতে দুটি কোয়াডসহ আটটি নিক্ষেপক রয়েছে। এটি সি-৮০২এ স্যাম ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপযোগী। এছাড়া হিম্মতে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেলসান থেকে কেনা ২৫এমএম এসটিওপি রিমোট কন্ট্রোলড স্ট্যাবিলাইজড নেভাল গান এবং টাইপ ৬৩০ ৩০এমএম ক্লোজ-ইন উইপন সিস্টেম (সিআইডবিøউএস) রয়েছে। গত ৩ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়ান মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন