ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, তার দেশ নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো পথ বেছে নিতে দ্বিধা করবে না। দুই প্রতিবেশী দেশ বিশেষ করে ভারতের পক্ষ থেকে মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে তিনি একথা বলেছেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠানরত ৪৮তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে গত বৃহস্পতিবার পাকিস্তানের ঐতিহ্যবাহী ‘প্রাতঃরাশ’ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী আব্বাসি। দর্শক-শ্রোতাদের পক্ষ থেকে আসা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি আপনি হুমকির মুখে পড়েন তখন আপনার সার্বভৌমত্ব রক্ষার চেয়ে বড় কোনো কাজ আর নেই।” পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক লজ্জাজনক টুইটার বার্তাও বিশ্বকে স্মরণ করিয়ে দেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ট্রাম্পের ওই বার্তায় সরেজমিনের বাস্তবতা প্রতিফলিত হয়নি। পরমাণু অস্ত্র সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, তার দেশ আগে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেনি এবং পাকিস্তানের পরমাণু অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভারতের আগ্রাসী আচরণ মোকাবেলার ক্ষেত্রে পাকিস্তান কী করবে- এমন প্রশ্নের জবাবে শাহীদ খাকান আব্বাসি বলেন, ভারত সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে যার মোকাবেলা করেছে পাকিস্তান। তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুসারে কাশ্মির সমস্যার সমাধানের মধ্যেই ভারতের সঙ্গে চলমান সমস্যার সমাধান রয়েছে। তিনি আবারো বলেন, যদি আপনার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তখন আপনার উচিত হবে তা রক্ষার জন্য সব রকমের চেষ্টা করা। এক্সপ্রেস ট্রিবিউন,পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন