মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নায়করাজ রাজ্জাকের নামে খোলা ওয়েব সাইটের কোনো কার্যক্রম নেই

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নায়করাজ রাজ্জাক বেঁচে থাকতেই ২০১৬ সালের ২৩ জানুয়ারি তার নামে একটি ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছিল। তারপর ঐ উদ্বোধন পর্যন্তই সাইটের কাজ সীমাবদ্ধ হয়ে পড়ে। এতে নায়করাজের একটি স্থিরচিত্র ও জন্ম-মৃত্যুর সন-তারিখ ছাড়া আর কোনো তথ্য নেই। অথচ চলচ্চিত্রের কিংবদন্তী এই নায়কের ওয়েব সাইটটি হতে পারত দেশীয় চলচ্চিত্রের একটি ডিজিটাল আর্কাইভ। জানা যায়, ২০১৬ সালে সাইটটির কাজ শুরু করে আনুন আইসিটিএম- নামের তথ্য ও প্রযুক্তিবিষয়ক একটি প্রতিষ্ঠান। সাইট চালু হওয়ার পর প্রতিষ্ঠানটি আর কোনো কাজই করেনি। রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানান, বাবার মৃত্যুর পর ফয়সাল নামের একজন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যোগাযোগ করেন। আমি বাপ্পা ভাইয়াসহ বেশ কয়েকজন সাংবাদিকের নম্বর তাকে দিই। এরপরের আপডেট আর জানি না। আসলে বাবার মৃত্যুর পর আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম। পরে আর তাদের সঙ্গে যোগাযোগ হয়নি। আনুন আইসিটিএম-এর অন্যতম ব্যক্তি মঈন হাসান জানান, নিজেদের ভালোবাসা থেকে নায়করাজের এ সাইটটি আমরা করতে চেয়েছি। এজন্য বেশ দৌড়ঝাঁপও করেছি। কিন্তু নায়করাজের পরিবার আমাদের সেভাবে সহযোগিতা করতে পারেননি। তারা হয়তো নানাভাবে ব্যস্ত ছিলেন। সম্রাট ভাই আমাদেরকে সাংবাদিকদের মোবাইল নম্বর দিয়েছিলেন। দুএকজন ছাড়া কারও কাছে তথ্যগত সহযোগিতা পাইনি। এমনকি সরকারি তথ্য ভান্ডারেও খুব একটা তথ্য নেই। তাই আমরা একটু পিছিয়ে পড়েছি। তিনি বলেন, আমরা চেয়েছি পরিবার বা নায়কের কাছের কেউ একজন তথ্য যাচাই করে দিক। এমন হয়েছে কেউ বলেছেন উত্তরা যেতে, আমরা গিয়েছি। আবার পল্টনে বললে সেখানেও গিয়েছি। কিন্তু ঐ পর্যন্তই। আর ভেরিফিকেশন ছাড়া সাইটে তথ্য দেয়াটা উচিত নয়। তাই আর কাজ এগোয়নি। আমরা চাই নায়করাজকে নিয়ে একটি পরিপূর্ণ সাইট হোক। এদিকে খোঁজ নিয়ে জানা যায়,নায়করাজরাজ্জাক নামের ডোমেইনটির বাৎসরিক ফি না দেয়ায় গত বছর এটি নিলামে ওঠে। তাই এটি আর আনুন আইসিটিএম-এর অধীনে নাই। প্রতিষ্ঠানটি এ বিষয়টি গোপন করে। গত বছরের আগস্ট মাসে এই একই ডোমেইনটি কিনে নেয় কনটেন্ট ট্রি নামের আরেকটি প্রতিষ্ঠান। এর কর্ণধার ফয়সাল রাজীব। তিনিই মূলত রাজ্জাক পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ফয়সাল রাজীব জানান, আমরা নায়করাজকে নিয়ে নানা ধরনের কনটেন্ট তৈরি করেছি। এ সপ্তাহে বাপ্পা ভাইয়ের সঙ্গে আমাদের মিটিং। তিনি অনুমতি দিলে কনটেন্টগুলো আপলোড করা হবে। আমরা শুধু অনুমতির অপেক্ষায় আছি। উল্লেখ্য, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাক গত বছরের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন