শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিবন্ধ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নবান্ন উৎসব বিলুপ্তির পথে
নবান্ন উৎসব প্রায় ৪০ হাজার বছরের পুরনো একটি সামাজিক উৎসব। ‘নবান্ন’ শব্দটির আভিধানিক অর্থ হল ‘নতুন অন্ন’। ‘দুধ, গুড়, নারিকেল, কলা প্রভৃতির সঙ্গে নতুন আতপ চালের ভাত খাওয়ার উৎসব’কে নবান্ন উৎসব বলা হয়। এই উৎসবের একটি আভিধানিক ব্যাখ্যা রয়েছে। এটা হল- ধান কাটার পর অনুষ্ঠিত একটি উৎসব। সেই অনাদিকাল থেকে কৃষি সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে গ্রামবাংলায় পালিত হয়ে আসছে এ উৎসব। বর্তমান যুগে শহরে অনেক জমজমাট করে এ উৎসবটি পালিত হয়। কিন্তু গ্রামের মানুষ জীবন এখন শুধু ধান কাটার মধ্যে সীমাবদ্ধ। নবান্ন উৎসব কী ও কেন পালন করা হয়, অনেক কৃষক তা ভুলতে বসেছেন। কারণ ধান কাটার পর তাদের মাঝে আগের মতো আর আনন্দ বিরাজ করে না। ফসলের সিংহভাগই খরচের খাতায় চলে গেলে উৎসবের আমেজ কি আর থাকে? এভাবেই গ্রামের নবান্ন উৎসব বিলুপ্তির পথে। বর্তমানে অনেক কৃষকের মনে আনন্দ নেই। কারণ কৃষি উপকরণ সংগ্রহ করতেই তাদের অনেক অর্থ শেষ হয়ে যায়। এ অবস্থা চলতে থাকলে এক সময় এ উৎসব হয়তো বই পুস্তকের তথ্য হিসেবে টিকে থাকবে। এ উৎসবকে প্রকৃত অর্থে টিকিয়ে রাখতে হলে আমাদের দেশের হতদরিদ্র কৃষকের সুদিন ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা করতে হবে। প্রাচীন কৃষি উপকরণের ব্যবহারও যাতে বজায় তাকে সেদিকেও নজর দিতে হবে। তাহলেই আমরা নবান্ন উৎসবকে প্রতিবছর ফিরে পাব।
মোহাম্মদ অংকন,
শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ঢাকা

বাজারদর নিয়ন্ত্রণে রাখুন
আজকাল বাজার করতে গেলে দেখা যায় শাকসবজি বিশেষ করে আলু, শীম, টমেটো ইত্যাদি যেন ‘হীরার’ দামে বিক্রি হচ্ছে। দিনের পর দিন বাজারদর বেড়েই চলছে। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির মূল্য ১০/১৫ টাকা করে বেড়ে গেছে। কাঁচা মরিচের কথা তো না বললেই নয়, যেমন দামের ঘোড়া ছুটছে। প্রতি কেজি ১২০/১৩০ টাকায় বিক্রি হচ্ছে। চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন বাজার রয়েছে। ওই বাজারগুলোতে বিক্রেতাদের কাছে শীতকালিন নতুন সবজি দেখা যায়, যেসব সবজির দাম বেশ চড়া। বিক্রেতাদের প্রশ্ন করলেই বলেন, নতুন সবজির দাম তো বেশি হবেই। এবার চালের কথা বলা যাক। বিভিন্ন ধরনের চালের দামও ঊর্ধ্বমুখী। এভাবে যদি পণ্যের দাম বাড়তে থাকে তাহলে দেশের দরিদ্র মানুষের কী হবে? দেশের দরিদ্র মানুষের কষ্টের কথা চিন্তা করে পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
মকবুল হামিদ,
চাঁদপুর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন