শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল বাতিল ও প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
গতকাল বুধবার ডাকযোগে ইউনুছ আলী আকন্দ প্রধান নির্বাচন কমিশনার, স্পিকার ছাড়াও আইন সচিব, ক্যাবিনেট সচিব, প্রেসিডেন্ট কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিব বরাবরে এ নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল বা প্রত্যাহার না হলে রিট করার কথা জানিয়েছেন ওই আইনজীবী।১৮ ফেব্রæয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইউনুছ আলী আকন্দ বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল মো. আব্দুল হামিদ বর্তমান সংসদের দ্বারা দেশের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে হিসেবে তার মেয়াদ চলতি বছরের ২৪ এপ্রিল তার মেয়াদ পূর্ণ হবে। সংবিধানের যেসব ধারা উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো- ৫০ (১) এ বলা আছে, তবে শর্ত থাকে যে, প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়া সত্তে¡ও তাহার উত্তরাধিকারী-কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি নিজ পদে বহাল থাকিবেন। অনুচ্ছেদে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতে প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা প্রেসিডেন্ট পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করিবেন। এছাড়াও সংবিধানের বলা হয়েছে, প্রেসিডেন্ট-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে। যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন সেই সংসদের মেয়াদকালে প্রেসিডেন্ট কার্যকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে না এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হইতে ত্রিশ দিনের মধ্যে প্রেসিডেন্ট শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন