দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডকে আরো গতিশীল করতে দারিদ্র জনগোষ্ঠির দেশের ৬৪ জেলায় ৩০৮টি জোন অফিসের মাধ্যমে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসুচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান করে আসছে দেশের অন্যতম শীর্ষ জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। ক্ষুদ্রঋণ কর্মসূচির সামগ্রিক এবং প্যানেল ও জোন ভিত্তিক ২০১৭-২০১৮ এর ষান্মাসিক অর্জন, শিক্ষণ ও পরিচালনা নতুন করে শুরু করবে। বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডকে আরো গতিশীল করতে দেশের দারিদ্র জনগোষ্ঠির মাঝে আর্থিক,স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সামাজিক উন্নয়ন প্রদানে বিশেষ পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বে-সরকারি সংস্থা ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচি’র বিজনেস প্ল্যান ২০১৭-২০১৮ এর ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নিধারণ শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয়।
কর্মশালায় পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট এ বি এম সিদ্দিক জানান, দেশের অন্যতম শীর্ষ জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের ৬৪ টি জেলায় ২৪৭ টি ব্রাঞ্চ, ৪৮টি এরিয়া ও ১৩টি জোন অফিসের মাধ্যমে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসুচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান করে আসছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির সামগ্রিক এবং প্যানেল ও জোন ভিত্তিক ২০১৭-২০১৮ এর ষান্মাসিক অর্জন, শিক্ষণ ও পরিচালনা করা হবে। অন্যান্য বিভাগ ক্ষুদ্রঋণ কর্মসুচির বিজনেস প্ল্যানকে শতভাগ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগীতাকে সামনে রেখে তাদের পরবর্তী ষান্মাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শক্তিশালীকরণ এবং এর আলোকে পদক্ষেপ এর অভিষ্ঠ জনগোষ্ঠির মাঝে ৫টি সেবা (আর্থিক,স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সামাজিক উন্নয়ন) প্রদানে বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সংস্থার প্রেসিডেন্ট এ বি এম সিদ্দিক এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, বিভিন্ন পত্রিকার সাংবাদিক, নিবার্হী পরিচালক ইকবাল আহাম্মদ, পরিচালক মো: সালেহ বিন সামস, উপ-ব্যবস্থাপক রিসার্চ অমল কুমার শীল, উপ-পরিচালক বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক, উপ ও সহকারী ব্যবস্থাপক, জোনাল ও এরিয়া ম্যানেজারগণ এবং অন্যান্য কর্মকর্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন