মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সারাদেশে দারিদ্র্য বিমোচনে পাঁচটি উন্নয়ন কর্মসূচি গ্রহণ

পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডকে আরো গতিশীল করতে দারিদ্র জনগোষ্ঠির দেশের ৬৪ জেলায় ৩০৮টি জোন অফিসের মাধ্যমে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসুচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান করে আসছে দেশের অন্যতম শীর্ষ জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। ক্ষুদ্রঋণ কর্মসূচির সামগ্রিক এবং প্যানেল ও জোন ভিত্তিক ২০১৭-২০১৮ এর ষান্মাসিক অর্জন, শিক্ষণ ও পরিচালনা নতুন করে শুরু করবে। বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডকে আরো গতিশীল করতে দেশের দারিদ্র জনগোষ্ঠির মাঝে আর্থিক,স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সামাজিক উন্নয়ন প্রদানে বিশেষ পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বে-সরকারি সংস্থা ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচি’র বিজনেস প্ল্যান ২০১৭-২০১৮ এর ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নিধারণ শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয়।
কর্মশালায় পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট এ বি এম সিদ্দিক জানান, দেশের অন্যতম শীর্ষ জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের ৬৪ টি জেলায় ২৪৭ টি ব্রাঞ্চ, ৪৮টি এরিয়া ও ১৩টি জোন অফিসের মাধ্যমে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসুচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান করে আসছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির সামগ্রিক এবং প্যানেল ও জোন ভিত্তিক ২০১৭-২০১৮ এর ষান্মাসিক অর্জন, শিক্ষণ ও পরিচালনা করা হবে। অন্যান্য বিভাগ ক্ষুদ্রঋণ কর্মসুচির বিজনেস প্ল্যানকে শতভাগ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগীতাকে সামনে রেখে তাদের পরবর্তী ষান্মাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শক্তিশালীকরণ এবং এর আলোকে পদক্ষেপ এর অভিষ্ঠ জনগোষ্ঠির মাঝে ৫টি সেবা (আর্থিক,স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সামাজিক উন্নয়ন) প্রদানে বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সংস্থার প্রেসিডেন্ট এ বি এম সিদ্দিক এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, বিভিন্ন পত্রিকার সাংবাদিক, নিবার্হী পরিচালক ইকবাল আহাম্মদ, পরিচালক মো: সালেহ বিন সামস, উপ-ব্যবস্থাপক রিসার্চ অমল কুমার শীল, উপ-পরিচালক বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক, উপ ও সহকারী ব্যবস্থাপক, জোনাল ও এরিয়া ম্যানেজারগণ এবং অন্যান্য কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
শামীম হোসেইন ৭ অক্টোবর, ২০১৯, ৪:৪৭ পিএম says : 0
খুব ভাল লাগল, কিন্তু আমলাদের কাছ থেকে সাবধান। খুলনাবিভাগ এ যশোর জেলায় কাজ করতে আগ্রহী।
Total Reply(0)
মো: গোলাম রসুল ৩০ নভেম্বর, ২০১৯, ১২:২৯ পিএম says : 0
দারিদ্র বিমোচন কর্মসূচি পল্লীদারিদ্র বিমোচনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) স্থাপন করা হয়েছে। ক্ষুদ্রঋণ থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন, শিক্ষা সম্প্রসারণ, কৃষি বিষয়ক নানা কার্যক্রমের মাধ্যমে পিডিবিএফ কাজ করে যাচ্ছে। এর লক্ষ্যঃ 1. ১.গ্রামের প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র বিন্দুতে এবং প্রতিটি গ্রাম সংগঠনকেএক একটি অর্থনৈতিক ইউনিট হিসেবে গড়ে তোলার মাধ্যমে গ্রামেরসামগ্রিক উন্নয়ন সাধন 2. ২.দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামাঞ্চলের মানব সম্পদ উন্নয়ন এবং উৎপাদনমুখী কার্যক্রমের সাথেতাদের সম্পৃক্তকরণ 3. ৩.স্ব-কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি, তথা দারিদ্র বিমোচন 4. ৪.গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনয়ন এবং স্থানীয় ভিত্তিতে সম্পদের সহজলভ্যতা নিরূপণ 5. ৫.গ্রামে বসবাসকারী নারী-পুরুষ নির্বিশেষে সকলকে অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্তকরণ 6. ৬.গ্রামীণ জনগোষ্ঠির জীবন-যাত্রার মানোন্নয়ন 7. ৭.উৎপাদন বৃদ্ধির নিশ্চয়তা বিধানের জন্য আধুনিক ও বিজ্ঞান-সম্মত কৃষি পদ্ধতি শিক্ষাদেওয়া এবং কৃষির যাবতীয় উপকরণ যথাসময়ে সংগ্রহ ও বিলিবণ্টন 8. ৮.মিতব্যয়িতা ও সঞ্চয়ের মাধ্যমে যৌথ পুঁজি সৃষ্টিকরণ 9. ৯.গ্রামের দরিদ্র লোকজনকে ঋণের বেড়াজাল হতে বের করে পল্লী প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমেতহবিল গঠনে সহায়তা করা 10. ১০.পরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপণ, 11. ১১.সেনিটেশনসহ নানামুখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা
Total Reply(0)
ইউনুছ ৯ জানুয়ারি, ২০২০, ৯:৪৭ পিএম says : 0
আমি একজন মাজারি পরিবারের সন্তান,, এবার এসএসসি দিবো। আমার কাছ থেকে একজনোর ২ লক্ষ টাকা হারে যায়,, আমি তার ১ লক্ষ দিতে চাইছি। আমাকে সাহায্য করুন। বাসা সাঘাটা উপজেলা গাইবান্ধা।।।দয়া করে কোনো এক পথ দেখান।।
Total Reply(0)
ইউনুছ ৯ জানুয়ারি, ২০২০, ৯:৪৭ পিএম says : 0
আমি একজন মাজারি পরিবারের সন্তান,, এবার এসএসসি দিবো। আমার কাছ থেকে একজনোর ২ লক্ষ টাকা হারে যায়,, আমি তার ১ লক্ষ দিতে চাইছি। আমাকে সাহায্য করুন। বাসা সাঘাটা উপজেলা গাইবান্ধা।।।দয়া করে কোনো এক পথ দেখান।।
Total Reply(0)
ইউনুছ ৯ জানুয়ারি, ২০২০, ৯:৪৭ পিএম says : 0
আমি একজন মাজারি পরিবারের সন্তান,, এবার এসএসসি দিবো। আমার কাছ থেকে একজনোর ২ লক্ষ টাকা হারে যায়,, আমি তার ১ লক্ষ দিতে চাইছি। আমাকে সাহায্য করুন। বাসা সাঘাটা উপজেলা গাইবান্ধা।।।দয়া করে কোনো এক পথ দেখান।।
Total Reply(0)
মোঃ নিজাম উদ্দিন ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৬ এএম says : 0
খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্র্যন্ঞে আমার স্ত্রীর নামে ৮০০০০ টাকার একটি ঋণ আছে,আমি সে ঋণ মওকুফ করার জন্য আবেদন জানাচ্ছি,অথবা দারিদ্র্য তহবিল থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। মোঃ নিজাম উদ্দিন,পিতা মৃত আছির উদ্দিন,গ্রাম জিয়ানগর,পানছড়ি,খাগড়াছড়ি। মোবাইল ...
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন