সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এক শোক বিবৃতিতে শেখ হাসিনা আইয়ুব বখত জগলুলের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আইয়ুব বখত গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুমা সুনামগঞ্জ স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ওবায়দুল কাদেরের শোক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক শোক বিবৃতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন