খালেদা জিয়া কারাগারে থাকায় বিএনপি আরো বেশি শক্তিশালী দাবি করছে দলটি, তাহলে কিসের আলোচনা ! বিএনপি নির্বাচনে আসবেই, আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্বন্ধে এমন মন্তব্য করেন।
মন্ত্রী এসময় বলেন, খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে। খালেদা জেলে যাওয়ার পর সারাদেশে জোরাল কর্মসূচি পালনে বিএনপির সক্ষমতা নেই। শান্তিপূর্ণ আন্দোলন করতেও বিএনপি জানে না।
তিনি বলেন, খালেদা জিয়ার মামলার ৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফায়েড কপি পেতে যুক্তিসঙ্গত কিছু সময় লাগেই।
এ নিয়ে ধুম্রজাল সৃষ্টির প্রয়োজন নেই। শিগগিরই রায়ের কপি পেয়ে যাবে আইনজীবীরা।
ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশে নজির নেই বন্দির সাথে সহযোগী থাকার। খালেদা জিয়ার সাথে তার গৃহপরিচারিকা থাকার সুযোগ করে দিয়েছে আদালত। এর পরও বিএনপি বলছে খালেদা জিয়াকে সুযোগ সুবিধে দেয়া হচ্ছে না। জেল তো বাসা না যেয়ে মনের মতো করে থাকা যাবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজি স্বপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেছবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন