সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাখিল পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে উল্লাপাড়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ৫ ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছে। ভ্রাম্যমান আদালত একই সাথে ওই ভুয়া পরীক্ষার্থীদের কাগজপত্র তৈরি ও পরীক্ষা প্রদানে সহযোগিতা করার অভিযোগে উল্লাপাড়ার ধরইল ইসলামপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আতোয়ার রহমানকে আদালত দুই মাসের কারাদণ্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আরিফুজ্জামান। পাঁচ ভুয়া পরীক্ষার্থীরা হলো-সাজু আহমেদ, তানিয়া খাতুন, মনছুর আলী, আরিফুল ইসলাম ও ইমন বাবু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন