নীলফামারী সংবাদদাতা : নীলফামারীকেত পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রসহ সাত যুবক আটক হয়েছে। গতকাল শনিবার বিকালে পুলিশ লাইন্স পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, শনিবার বিকালে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় ৮৮৯ জন অংশগ্রহন করে। এসময় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় ওই সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, দুইজন নীলফামারী সরকারী কলেজের এবং একজন রংপুর সরকারী কলেজের অনার্স শিক্ষার্থী। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বলেন,‘আটক সাতজনকে পরীক্ষা কেন্দ্র থেতে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন