শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ইতিবাচক ধারায় প্রবাসী আয়

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

* আট মাসে বেড়েছে ১৬ শতাংশ * কমেছে ফেব্রæয়ারিতে
অর্থনৈতিক রিপোর্টার : প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের ফেব্রæয়ারি মাসে তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২২ শতাংশ। তবে আগের মাস জানুয়ারির চেয়ে এ সময়ে প্রবাসী আয় কিছুটা কমে গেছে। মূলত ফেব্রæয়ারি মাস ২৮ দিনে হওয়ায় প্রবাসী আয় কমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা। এদিকে, চলতি বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রæয়ারি) প্রবাসী আয় বেড়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
দীর্ঘদিন ধরেই রেমিট্যান্সের প্রবাহে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। গত অর্থবছরের পুরো সময়ে রেমিটেন্স প্রবাহ কমেছিল প্রায় সাড়ে ১৪ শতাংশ। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিটেন্স কমে দাঁড়ায় মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে অক্টোবরে রেমিটেন্স বেড়ে হয় ১১৫ কোটি ৯০ লাখ ডলার। আর নভেম্বরে তা আরও বেড়ে হয়েছে ১২১ কোটি ৪৭ লাখ ডলার। তবে ডিসেম্বর মাসে তা কিছুটা কমে ১১৬ কোটি ৭১ লাখ ডলারে নেমে আসলেও জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৩৮ কোটি ডলারে।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রæয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে ১১৪ কোটি ৯০ লাখ ডলার। যা গত বছরের একই মাসের চেয়ে ২২ দশমিক ১৩ শতাংশ বেশি। গত বছরের ফেব্রæয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল মাত্র ৯৪ কোটি ডলার। এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রæয়ারি) দেশে রেমিটেন্স এসেছে ৯৪৬ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১১ কোটি ১২ লাখ ডলার। সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৬৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ফেব্রæয়ারি মাসে রাষ্ট্রীয় খাতের ছয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৪৮ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এ মাসে বিশেষায়িত খাতের ব্যাংক দুটির মাধ্যমে এসেছে প্রায় ১ কোটি ৯ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৪ কোটি ডলারের রেমিট্যান্স। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ২৬ লাখ ডলার।
পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬-১৭ দেশে রেমিটেন্স আসে ১ হাজার ২৭৬ কোটি ডলার; যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনি¤œ ছিল। এটি আগের অর্থবছরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ কম ছিল। আগের অর্থবছরে রেমিটেন্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন