ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আফরিনে মানবিক সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার সংস্থাটির মানবাধিকার ও ত্রাণ সহায়তা বিষয়ক সমন্বয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক একথা জানিয়েছেন। তিনি বলেন, তুর্কি সরকার আফরিনে মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে সিরীয় সরকার থেকে ত্রাণ কার্যকম চালানোর অনুমতি বিষয়ে কোনও সবুজ সংকেত মেলেনি এখনও। গত ২০ জানুয়ারি থেকে কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করতে আফরিনে অভিযান শুরু করে আঙ্কারা। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আঙ্কারা। কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির সশস্ত্র এই শাখাটির হাতে রয়েছে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর আফরিনের নিয়ন্ত্রণ। সেখান থেকে তাদের বিতাড়িত করতেই আফরিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামে তুরস্কের এই অভিযান। লোকক বলেন, আফরিনে ১০ এলাকায় মানবিক সহায়তা দিতে প্রস্তুত তারা। পূর্ব ঘৌটার উদাহরণ টেনে বলেন, অস্ত্রবিরতির পরও এখন পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এখনও কোনও রোগীকে সরিয়ে আনা সম্ভব হয়নি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন