শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝালকাঠিতে অগ্নিকান্ডে ৯টি বসতঘর ভস্মিভূত,আহত ৭

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে শহরের পৌর খেয়াঘাট এলাকায় অগ্নিকান্ডে অন্তত ৯টি বসতঘর পুড়ে ভস্মীভুত হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত ৩ টায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে মো, লুৎফর, মো. মাসুম ও রাজু সহ আহত হয়েছে ৭জন।
ফায়ার সার্ভিস জানায়, পৌর খেয়াঘাট নতুন চর এলাকায় রব মিয়ার বসতঘরে কাঠের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহ‚র্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৯টি বসতঘর মালামালসহ পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়ছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ক্ষতিগ্রস্তরা হলেন মো. সুলতান, মো. জিয়া, মো. রিয়াজ, মো, দুলাল, মো. মন্নান,মো. শহিদ।
পরিবারের সদস্যেদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই তাদের। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন