কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত করম আলী চৌকিদার (৫০)-কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। জানা যায়, গত বুধবার দুপুরে স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে তাকে একা পেয়ে মুখ টিপে ধরে ঘরে নিয়ে যায় একই গ্রামের আনছু চৌকিদারের ছেলে করম আলী চৌকিদার। এ সময় ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং অজ্ঞান হয়ে গেলে ঘণ্টা খানেক ঘরের মধ্যে আটকে রাখে। এ খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন
‘দেশ প্রেমের শপথ নিন-দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে র্যালি প্রদর্শন করা হয়। অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও শাম্মী আক্তার। সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হরি পদ দাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন