স্পোর্টস রিপোর্টার : ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’ নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে মেন’স শ্যাম্পু ব্র্যান্ড ক্লিয়ার মেন। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে বৃহৎ এই ফুটবলযজ্ঞ। টুর্নামেন্টের পার্টনার হিসেবে তাদের সঙ্গে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের সেরা স্কুলগুলোর মধ্যে হবে ফুটবলের এ জমজমাট লড়াই। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ঢাকায়। যেখানে ম্যাচ জয়ের ভিত্তিতে সেরা ১৬ স্কুল অংশ নিবে। টুর্নামেন্টে নির্বাচিত সেরা ২৬ খেলোয়াড়ের জন্য থাকছে বাফুফের বুটক্যাম্পে অংশ গ্রহণের সুযোগ। অনূর্ধ্ব-১৭ বয়সী ছেলেরা তাদের স্কুল দলের সঙ্গে নিবন্ধন প্রক্রিয়া অংশ নিবে। ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ এই নম্বর থেকে নিবন্ধন করতে হবে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও সিনিয়ন সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে ও ফিফা সদস্য মাহফুজা আক্তার কিরণ, সদস্য শওকত আলী জাহাঙ্গীর, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পারসোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের কমিউনিকেশন এবং জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সালাউদ্দিন বলেন,‘ক্লিয়ার মেনের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাকে এমন একটি টুর্নামেন্টের অংশ করার ক্লিয়ার মেনকে অসংখ্য ধন্যবাদ। স্কুল ফুটবল টুর্নামেন্ট আমারই স্বপ্ন, আমারই আইডিয়া। কিন্তু ক্লিয়ার মেন যখন এমন আইডিয়া নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে, সঙ্গে সঙ্গে আমরা টুর্নামেন্টটি আয়োজনে রাজি হয়ে যাই। টুর্নামেন্টে বাফুফে ক্লিয়ার মেনের পাশে থেকে সব ধরনের সহায়তা করবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন