শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কালি নিক্ষেপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপ করা হয়েছে। গত শনিবার শিয়ালকোটে পিএমএল-এন কর্মীদের সম্মেলনে খাজা আসিফ বক্তৃতা দেয়ার সময় এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, পেছন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপ করেন। ওই ঘটনার পর পিএমএল-এন কর্মীরা কালি নিক্ষেপকারীকে পুলিশের হাতে তুলে দেন। তবে তাকে তাৎক্ষণিকভাবে ক্ষমা করে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কেউ তাকে টাকা দিয়ে এ কাজ করিয়েছে। কিন্তু তাতে ছেড়ে দাও। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন