ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে রাস্তার পাশের গাছে আঘাত করলে আরোহী দুই ছাত্র নিহত হয়েছে।
রোববার রাত ১১টার দিকে দুর্ঘটনা ঘটে। তাদের সঙ্গে থাকা আরেক কলেজ ছাত্র গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
নিহতরা হলেন- মাসুদ (২১) ও মিঠু (১৮)। মাসুদ সদর ইউনিয়নের হেলিপোর্ট গ্রামের প্রবাসী রশিদ মুন্সীর একমাত্র ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র। আর মিঠু সদরের আব্দুল শিকদার ডাংগী গ্রামের ওহাব মিয়ার ছেলে। তিনি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহত আশরাফ একই গ্রামের কালাম বেপারীর ছেলে। তিনি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান, গত রাতে ফরিদপুরে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় মৌলভীর চর ও বিশ্বাস বাড়ি স্কুলের মাঝামাঝি বাছারবাড়ি সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও মিঠুকে মৃত ঘোষণা করে।
তাদের সঙ্গে থাকা আশরাফ গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন