শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রীর আকস্মিক কাবুল সফর

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস গতকাল মঙ্গলবার আকস্মিক এক সফরে কাবুলে এসেছেন। কাবুল পৌঁছানোর পর তিনি আফগান সরকারের সাথে তালেবানের কতিপয় নেতার আলোচনা শুরু হতে যাচ্ছে এমন ঘোষণা দেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের সাথে শান্তি আলোচনা শুরুর একটি পরিকল্পনা প্রকাশ করার কয়েক সপ্তাহ পর সংঘাতপূর্ণ এ নগরীতে পৌঁছানোর পর ম্যাটিস এমন কথা বললেন।ম্যাট্টিস জানান, কতিপয় জঙ্গি নেতা শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। বিমানে ম্যাটিস সাংবাদিকদের বলেন, তালেবান জঙ্গি সংগঠনের পুরো অংশ আলোচনায় বসতে রাজি না হলেও এটি সুস্পষ্ট যে, সংগঠনটির কতিপয় নেতা
আফগান সরকারের সাথে আলোচনায় বসতে আগ্রহী। ঘানির শান্তি পরিকল্পনায় অবশেষে রাজনৈতিক দল হিসেবে তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে এ জঙ্গি গ্রæপ জানিয়েছে, তারা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রস্তুত, কাবুল সরকারের সাথে নয়। ম্যাট্টিস বলেন, এখন আমরা আফগানিস্তানকে
এগিয়ে নিতে চাই। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন