বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বৃষ্টিপাতের পূর্বাভাস

আরব সাগর-ভারত মহাসাগরে নিম্নচাপ

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আরব সাগর সংলগ্ন ভারত মহাসাগরে গতকাল (মঙ্গলবার) একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের একটি বর্ধিতাংশ রয়েছে পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন বাংলাদেশের উপর। এর দূরবর্তী প্রভাবে দেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে। গতকাল কুমিল্লা, সিলেট ও পঞ্চগড় জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
আজ (বুধবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
গতকাল ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ সর্বোচ্চ ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন দিনাজপুরে ১৭.২ ডিগ্রি সে.। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৪.২ এবং ২৪ ডিগ্রি সে.।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন