শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গোয়ায় রহস্যজনকভাবে উধাও দুবাই রাজকন্যা

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের গোয়ার উপকূল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন দুবাইয়ের রাজকন্যা শেখা লতিফা। দুবাই আমিরশাহির রাজা মহম্মদ বিন রশিদ সইদ আল মাকতৌম। সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রীও তিনি। লতিফা তারই সন্তান। সমপ্রতি লতিফা গোপনে ভারতে এসেছিলেন। ৪ মার্চ সমুদ্রসৈকত থেকে লতিফা একটি ভিডিও বার্তা হোয়াটসঅ্যাপে প্রকাশ করেন। সেখানেই তিনি দাবি করেন, বন্দুকবাজেরা তাঁকে ঘিরে ফেলেছে। কেবিনের বাইরে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। এই হয়তো তার শেষ ভিডিও। গত মঙ্গলবার লতিফার মার্কিন আইনজীবী একটি অন্য ভিডিও প্রকাশ করেছেন। তিনি মারা গেলে বা নিখোঁজ হলে প্রকাশ করার জন্য ভিডিও বিবৃতিটি লতিফা রেকর্ড করে রেখেছিলেন বলে ওই আইনজীবীর দাবি। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন