শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আমি নাস্তিক নই পুরো কোরআন মনোযোগ দিয়ে পড়েছি : জাফর ইকবাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ ক্যাম্পাসে ফিরেই আশার কথা শোনালেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। এসময় হামলায় জড়িতদের উদ্দেশে তিনি বলেন, আমি নাস্তিক নই, পুরো কোরআন মনোযোগ দিয়ে পড়েছি। গতকাল বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে ছাত্রীদের সাইকেল বহরের সঙ্গে মুক্তমঞ্চে পৌঁছান তিনি। ঠিক ১১ দিন আগে এ মঞ্চেই তার উপর ছুরি নিয়ে হামলা চালায় ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামে স্থানীয় এক যুবক। ক্যাম্পাসে ফিরে শাবির সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ‘সাধাসিধে কথা জাফর স্যার ও আমরা শীর্ষক’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
ড. জাফর ইকবাল বলেন, আমি বেঁচে গিয়েছি। আমার বার বার হুমায়ুন আজাদ, অভিজিৎ, দীপনসহ সকলের কথা মনে পড়েছে। সবার পরিবারের কথা স্মরণ করেছি। জনপ্রিয় এই লেখক বলেন, আমার উপর হামলার পর প্রথম চিন্তা হলো- আমার মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হলো কিনা। আমি স্মৃতি পরীক্ষা করলাম গাড়িতে বসে। হাসপাতালে নেয়ার পর আমার ব্রেন ঠিক আছে নিশ্চিত হলাম। হাসপাতালে দেখি ওটিতে (অপরারেশ থিয়েটার) ডাক্তার আর নার্সদের চেয়ে সাধারণ মানুষ বেশি। পুলিশ সাধারণ মানুষদের বের করার চেষ্টা করার ফাঁকেও ডাক্তাররা দায়িত্ব নিয়ে কাজ করেছেন বলে ধন্যবাদ জানাই।
ড. জাফর ইকবাল বলেন, হাসপাতালে প্রথম থেকেই বলেছি- আমাকে ক্যাম্পাসে যেতে হবে। ফিরলাম একটা কারণে। ২০১৫ সালের আগস্ট মাসে শিক্ষকদদের উপর হাত তুলে ছাত্ররা। তারপর আমরা নিজেদের গুটিয়ে নিই। এঘটনার পর টের পেলাম গুটিয়ে নেয়া উচিত হয়নি। এখন থেকে আবারো আমি তোমাদের সাথে আছি। নাটক, গান আবিষ্কারের জন্য ডাকলে আমরা আসব। আর গুটিয়ে থাকব না। হামলাকারী বেহেশতে যাওয়ার জন্য আমাকে হত্যার চেষ্টা করে। পৃথিবীর কোনো সুখ তার (হামলাকারী) নেই, তাই তার জন্য করুণা হয়।
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি নাস্তিক নই। আমি পুরো কোরআন শরীফ খুবই মনোযোগ দিয়ে পড়েছি। পবিত্র কোরআনে আছে- একটা মানুষ হত্যা করলে পুরো মানবজাতি হত্যার সমান। তিনি আরো বলেন, এ ধরনের কেউ থাকলে বাসায় অস্ত্র রেখে আমার সঙ্গে সরাসরি আলোচনায় আসো। আমি জানতে চাই- কোন বিভ্রান্তি তোমাকে ঘিরে রেখেছে?
এর আগে দীর্ঘ ১১ দিন চিকিৎসা শেষে বুধবার বেলা ১২টা ৪৬ মিনিটে বেসরকারি একটি বিমানে করে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ড. জাফর ইকবাল। পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে প্রিয় ক্যাম্পাসে নেয়া হয়।
এদিকে ড. জাফর ইকবালের নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, তার অফিস, বাসা এমনকি তিনি যেখানে যাবেন পুলিশ তার সঙ্গে থাকবে।
উল্লেখ গত ৩ মার্চ শাবির মুক্তমঞ্চে হামলার শিকার হন জনপ্রিয় লেখক ড. জাফর ইকবাল। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। এদিকে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয় সুস্থ হয়ে গতকাল সকালে জাফর ইকবাল সিএমএইচ ত্যাগ করেন। তাঁর চিকিৎসার সাথে সম্পৃক্ত সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ সিএমএইচে তাকে বিদায় জানান। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আগামী ৭ দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামের উপদেশ প্রদান করেছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাফর ইকবাল গত ৩ মার্চ আহত হবার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ঐদিনই তাঁকে ঢাকা সিএমইচ-এ হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়। এখানে আনার পর সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। তাৎক্ষণিকভাবে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং উক্ত বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
তামান্না ১৫ মার্চ, ২০১৮, ২:৩৭ এএম says : 0
কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সে অনুযায়ী জীবন পরিচালনা করুন।
Total Reply(2)
Abul Kashem ১৫ মার্চ, ২০১৮, ৪:২৭ এএম says : 4
Many non-muslim (non-believer) read Quran for purpose of knowing not for practicing. You read Quran but .................................., I can only wish you get guidance from Him.
shahin ১৫ মার্চ, ২০১৮, ১:৪৭ পিএম says : 4
kay astik are key nastik ata bicher korer malik ami na ata bicher korer jonno mohan allah rabbul alamin to roaise,
Mahmoud ১৫ মার্চ, ২০১৮, ১:১০ পিএম says : 0
কুরআন পরলেই হয় না,আমলও করতে হয়,কুরআন বাংলা তরজমা করেছে গিরিস চন্দ তো তাকে কি মুসলমান বলবে নাকি
Total Reply(0)
Saifullah ১৫ মার্চ, ২০১৮, ১:১৭ পিএম says : 0
কুরআন পড়লেই শেষ নয়, সেই অনুযায়ী আমল করতে হবে, তাহলে কাজে দিবে | কুরআন তো বিধর্মীরাও পড়ে ও শুনে, কিন্তু আমল করেনা, এমনকি রাসুলুল্লাহ সাঃ এর জমানায় ও কাফেরগন কুরআন শুনতো।
Total Reply(0)
Humyun Kabir ১৫ মার্চ, ২০১৮, ১:২২ পিএম says : 0
কুরাআনের বাংলা অনুবাদ করেছে গ্রীসচন্দ্র সেন কিন্তু ইমান আনতে পারেনি।আর আবু জাহিল নবীকে দেখেও ইমান আনতে পারেনি।
Total Reply(0)
Sultan Mahmud Siddiquee ১৫ মার্চ, ২০১৮, ১:৩৬ পিএম says : 0
কুরআন শরীফ শত শত বিধর্মীরা পড়েছে, ভবিষ্যৎ তেও পরবে তাই বলে তারা তো মুসলিম নন । প্রকৃত মুসলিম সে যে ঈমানসহ কুরআন হাদিসের আলোকে জীবন অতিবাহিত করেণ ।
Total Reply(0)
মোহাম্মদ নেজাম উদ্দিন ১৫ মার্চ, ২০১৮, ১:৩৮ পিএম says : 0
মাশাহ আললাহ কোরআনের পথে আসুন।
Total Reply(0)
মোহাম্মদ ইছহাক ১৫ মার্চ, ২০১৮, ১:৪৫ পিএম says : 0
কুরআন পড়লে হবেনা ঈমানের সাথে আমল করতে হবে
Total Reply(0)
Momin Molla ১৫ মার্চ, ২০১৮, ১:৪৬ পিএম says : 0
আল্লাহতায়ালা আপনাকে,আমাদেরকে হেদায়েত দান করোন।
Total Reply(1)
মাসুদ রানা ১৮ মার্চ, ২০১৮, ৯:৩৪ পিএম says : 4
আমিন
নুর আলম ১৫ মার্চ, ২০১৮, ৮:২০ পিএম says : 0
মাশাহ আললাহ কোরআনের পথে আসুন,জিবন ধন্য হয়ে যাবে
Total Reply(0)
A.HANNAN ১৮ মার্চ, ২০১৮, ১০:৩৪ এএম says : 0
কুরাআনের বাংলা অনুবাদ করেছে গ্রীসচন্দ্র সেন কিন্তু ইমান আনতে পারেনি।আর আবু জাহিল নবীকে দেখেও ইমান আনতে পারেনি।
Total Reply(0)
A.HANNAN ১৮ মার্চ, ২০১৮, ১০:৩৫ এএম says : 0
কুরআন শরীফ শত শত বিধর্মীরা পড়েছে, ভবিষ্যৎ তেও পরবে তাই বলে তারা তো মুসলিম নন । প্রকৃত মুসলিম সে যে ঈমানসহ কুরআন হাদিসের আলোকে জীবন অতিবাহিত করেণ ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন