অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সোহাগ নামে এক কাপড় ফেরিওয়ালাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার রাতে সিলেট নগরীর কালীবাড়ি এলাকা থেকে সোহাগকে আটক করা হয়। পরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম বিচারক সাইফুজ্জামান হিরো তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটক সোহাগ সুনামগঞ্জের ধীরাই উপজেলার উমেদনগর এলাকার সাদেকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, জাফর ইকবালকে হামলাকারী ফয়জুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিলেন সোহাগ তাকে জঙ্গিবাদী কাজে উদ্বুদ্ধ করেছেন। পরে রোববার সোহাগকে আটক করা হয়।
সোমবার সোহাগকে আদালতে হাজির করেন জালালাবাদ থানার ওসি এবং মামলার তদন্তকারী ওসি শফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন