জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু আশ্রয়দাতা দেশ হিসেবে ঘোষণা করেছে। বিশেষ করে আফগান উদ্বাস্তুদের আশ্রয় দেয়ার জন্য এই ঘোষণা দেয়া হয়। ইউএনএইচসিআর’র এক রিপোর্টে বলা হয়, পাকিস্তান তার মাটিতে সবেচেয়ে বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। রিপোর্টে আরো বলা হয় যে পাকিস্তান বিনা শর্তে কয়েক মিলিয়ন উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে এবং বিভিন্ন দেশ, বিশেষ করে আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত জনগণকে সুবিধা প্রদানের জন্য সম্ভাব্য সবকিছু করছে। রিপোর্টে বলা হয়, পাকিস্তান তিন দশকের বেশি সময় ধরে আফগান উদ্বাস্তুদের আশ্রয় দিচ্ছে। এখানো প্রায় ১৫ লাখ আফগান উদ্বাস্তু পাকিস্তানের মাটিতে
রয়েছে। এসএএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন