রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মহানগর

মিরপুরে ঘিরে রাখা বাড়ি থেকে নারীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ৯:৩৩ এএম | আপডেট : ৯:৪২ এএম, ২০ মার্চ, ২০১৮

মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে ঘিরে রাখা বাড়ি থেকে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ মার্চ) রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া সাংবাদিকের বিষয়টি জানান।

আছাদুজ্জামান মিয়া জানান, ওই বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং বিস্ফোরণ ঘটায়। এরা জঙ্গি গোষ্ঠীর কেউ কি না এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা বাসার পেছনের বারান্দা দিয়ে দেওয়াল টপকে পালিয়ে গেছে। বাড়িটিতে তল্লাশি চালিয়ে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন