ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইরানের ওপর নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। ওয়াশিংটনের চাপের মুখে তিন ইউরোপীয় দেশ তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মোগেরিনি এ মন্তব্য করলেন। গত সোমবার ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের একটি বৈঠকে প্রবেশের আগে মোগেরিনি সাংবাদিকদের বলেন, “ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কোনো প্রস্তাব পাওয়া যায়নি। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন