শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ফ্লাইওভারের নিচ যেন দখল না হয়
বিভাগীয় ও জেলা শহরগুলোতে দেশ ও জনগণের স্বার্থে অনেক ফ্লাইওভার তৈরি করা হয়েছে। এসব ফ্লাইওভার চালুও হয়েছে। ঢাকা ছাড়া সব জেলা শহরের ফ্লাইওভারের নিচের অবশিষ্ট জায়গায় যেন দখল-বাণিজ্য না হয়, সেদিকে সংশ্নিষ্ট সবাইকে চোখ-কান খোলা রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
আজিম উল্যাহ হানিফ,
নাঙ্গলকোট, কুমিল্লা।

কম মূল্যে ইন্টারনেট সেবা চাই
দেশে ইন্টারনেটের ব্যবহার দ্রুতগতিতে বেড়ে চলছে। ব্যবহারের দ্রুত প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে গত ১০ বছরে ইন্টারনেটের ব্যান্ডউইথ মূল্য অনেক কমলেও জনসাধারণ তার সুফল পাচ্ছে না। গত ২০০৯ সালে যেখানে প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য ছিল ২৭ হাজার টাকা, তা কমে বর্তমানে ৬২৫ টাকায় নেমে এলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যে বা সেবার মানোন্নয়নে উলেল্গখযোগ্য কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। সার্কভুক্ত দেশগুলোর জনসংখ্যা অনুপাতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। অথচ সে অনুপাতে সেবার মান, আউটসোর্সিংসহ তথ্য-প্রযুক্তি খাত হতে আয় বৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি আমাদের। এতদিন দেশের একমাত্র সাবমেরিন কেবল লাইন ও ল্যান্ডিং স্টেশনের চাপকে ইন্টারনেটের মন্থরগতি এবং সেবামূল্য না কমানোর অজুহাত হিসেবে দেখাত সেবাদানকারীরা। ইতিমধ্যে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ও ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। প্রথমটির চেয়ে আটগুণ বেশি গতিসম্পন্ন ব্যান্ডউইথের পরও দেশে ইন্টারনেটের গতি বা সেবার মান বৃদ্ধির কোনো লক্ষণ নেই। মোবাইল ফোন অপারেটরদের জন্য ফোরজি নীতিমালাও চূড়ান্ত হয়েছে। তবুও ব্যবহারকারীদের আশ্বস্ত করার মতো কোনো সুসংবাদ নেই। মন্ত্রী মহোদয়, আমরা অধীর অপেক্ষায় আছি; অনুগ্রহ করে মোবাইল কোম্পানিগুলোর উপদ্রপ থেকে আমাদের বাঁচান।
মেনহাজুল ইসলাম তারেক
পার্বতীপুর, দিনাজপুর।

সরাইলে ড্রেন বেহাল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রাতবাজার মসজিদ সংলগ্ন ড্রেনের বেহাল অবস্থা। নিয়মিত পরিস্কার না করায় ময়লা-আবর্জনা জমে ড্রেনটি ভরাট হয়ে যাচ্ছে। এতে সড়কের পানি নিস্কাশন দূরের কথা, উল্টো ড্রেনের পানিই কোনো কোনো সময় সড়কে গড়িয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। ড্রেনটির ঢাকনা নেই।
ফলে এটি ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে আশপাশের মানুষ। এর ভেতরের আবর্জনা পচে রক্তপচা দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পাশ দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে দোকানদার ও সাধারণ মানুষ। সেই সঙ্গে ময়লার কারণে মশা-মাছির উপদ্রব অনেক বেড়ে গেছে। এ থেকে রোগ-জীবাণুও ছড়াচ্ছে চারপাশে। ড্রেনটির আশপাশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা, নির্বিঘ্নে চলাচল ও সৌন্দর্য সুরক্ষায় ড্রেনের বর্জ্য পরিস্কার এবং এর ওপর ঢাকনা দেওয়ার জন্য সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।
এম. মনসুর আলী,
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন