শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চালের দাম নিয়ন্ত্রণে আনুন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০২ এএম

ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে হু হু করে। টিসিবি ও কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এক সপ্তাহে সবধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি ৬/৭ টাকা করে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা চাল মজুদ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে চালের বাজার অস্থিতিশীলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীর যুক্তি যথার্থ। ভরা মৌসুমে চাল না থাকার কারণ, মিল মালিকদের কারসাজি। বাজার স্থিতিশীল রাখতে হলে মিল মালিকদের কারসাজি বন্ধ করতে হবে। চালের বাজার নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে দেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এবং সাধারণ মানুষের কাছে সরকারের অর্জন প্রশ্নবিদ্ধ হবে।

আজম জহিরুল ইসলাম
গৌরীপুর, ময়মনসিংহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন