মানুষের পরিপূর্ণ সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরি। কেননা এটি অন্যটির পরিপূরক। দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে এবং এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে। আর এই মানসিক চাপের ফলে উচ্চ শিক্ষিত শিক্ষার্থীরা আত্মহত্যার পথে ধাবিতও হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা অকালে আত্মহনন করছে। এজন্য সহপাঠী, অভিভাবক, শিক্ষকদেরকে নজর নিতে হবে মানসিকব্যাধিগ্রস্তদের প্রতি। এর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে মনোবিশারদ নিয়োগও দিতে হবে। ফলে কমে আসবে মানসিক রোগীর সংখ্যা। কমবে আত্মহত্যার প্রবণতা। এমনটাই প্রত্যাশা।
আবদিম মুনিব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন