শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

কলেজে বাস চাই

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সরকারি আকবর আলী কলেজ। এটি সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ হাটিকুমরুল চত্বর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে এই কলেজ অবস্থিত। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি ছাত্র-ছাত্রীদের উচ্চতর বিদ্যাপীঠ হিসেবে বেশ পরিচিত। কলেজটিতে বর্তমানে ইন্টারমিডিয়েট, ডিগ্রী, অনার্সসহ প্রায় ১০,০০০ হাজারের বেশি ছাত্র-ছাত্রীদের তালিকাভুক্ত করা আছে। এই কলেজ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা আসনে স্থান করে নিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই বলে দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীদের ভোগান্তি নিয়ে কলেজে আসা-যাওয়া করতে হয়। তাছাড়াও অনেক সময় দেখা যায়, পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, যা মোটেও স্বস্তিদায়ক নয়। উপর্যুক্ত সমস্যাবলী বিবেচনায় আকবর আলী কলেজের মান উন্নত করার জন্য শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব বাস চাই। এতে করে প্রতি বছর সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে আরো বেশি মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হবে।

মো. মনিরুল ইসলাম
শিক্ষার্থী, সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন