শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সড়ক সংস্কার চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

সারাদেশে যখন নির্মাণ হচ্ছে উন্নত টেকসই রাস্তা। ঠিক সেই সময় বাগেরহাট জেলার রামপাল উপজেলায় রামপাল-খুলনা সংযোগ সড়কে রামপাল থেকে ভাগা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। প্রতিদিন হাজার-হাজার মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। প্রতিনিয়ত অসংখ্য চাকরিজীবী এবং ব্যবসায়ীদের চলাচল এই রাস্তা দিয়ে। রামপাল ও মোংলা উপজেলার কিছু ইউনিয়নের মানুষ এই রাস্তা ব্যবহার করে জেলা শহরে যাতায়াত করে। এছাড়া এ সকল মানুষের বিভাগীয় শহর খুলনায় যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। দুঃখের বিষয় হলো, চাহিদার তুলনায় এই সড়কটি অপ্রশস্ত। অপ্রশস্ত হওয়ায় গাড়িগুলো ওভারটেকিং করতে গিয়ে বিপাকে পড়ে। সড়কের দুপাশ জুড়ে অধিকাংশ জায়গায় পানি থাকায় রাস্তার দুপাশের মাটি দেবে গেছে। এজন্য গাড়ি চলাচলের সময় যাত্রীরা ভীত-সন্ত্রস্ত থাকেন। রাস্তা প্রচুর খানা-খন্দে ভরা থাকায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। বৃষ্টির পানিতে রাস্তার গর্তগুলি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় গাড়ি উল্টে যেকোনো সময় বড় কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থাসহ সড়ক সংস্কার করা সময়ের দাবি। রাস্তার দু’পাশে প্রয়োজন মতো শক্ত বাঁধ নির্মাণ জরুরি। তাতে করে রাস্তার স্থায়িত্ব বাড়বে। এ ব্যাপারে বাগেরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি; প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জন-মানুষের দুর্ভোগকে লাঘব করার জন্য।

সাজ্জাতুল্লাহ শেখ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন