বিমান হামলা চালিয়ে সিরিয়ার কথিত একটি পারমাণবিক চুল্লি ধ্বংসের দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী। ২০০৭ সালে সিরিয়ার ৪৮০ কিলোমিটার ভেতরের দেইর-আল-জোরের কাছে মরুভূমিতে অবস্থিত কাবুর স্থাপনায় ওই হামলাটি চালানো হয়েছিল বলে ইসরাইলি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইল ও সংশ্লিষ্ট অঞ্চলের জন্য বড় ধরনের হুমকিকে সরিয়ে দিতেই ওই হামলাটি চালানো হয়েছিল, যা অন্যদের জন্যও ছিল ‘বার্তা’। ‘অপারেশন আউট অব দ্য বক্স’ নিয়ে ১০ বছরের বেশি সময় ধরে থাকা সেন্সরশিপ উঠে যাওয়ার পর দেশটির সেনাবাহিনী বুধবার এ দায় স্বীকার করল। একইসঙ্গে ইসরাইলি সেনাবাহিনী আল কাবুর স্থাপনাটি ধ্বংসের মুহুর্তের ছবি ও ককপিটের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। সরবরাহ করা এসব তথ্য, ছবি ও ভিডিও সঠিক কিনা, তা নিশ্চিত হতে পারেনি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন